শুল্ক আরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, সেসব দেশের ওপরই শুল্ক বসানো হয়েছে।’
তিনি বলেন, ‘এতে আপনারা সবাই কোনো না কোনোভাবে জড়িত। কারো কারো জন্য এটা ক্ষতির কারণ হয়েছে। তবু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি ন্যায্য। এ কথা আপনাদের বেশিরভাগই বোঝেন।’
আরও পড়ুন:
ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে শুল্কের হার কমানো হয়েছে। যেমন, সুইজারল্যান্ডের ওপর শুরুতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমানো হয়। কারণ হিসেবে জানান, তিনি মানুষের ক্ষতি চান না।
এসময় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রই পুরো বিশ্বকে টিকিয়ে রাখছে।’





