একনজরে নির্বাচনের ক্যালেন্ডার (Election Calendar at a Glance)
ইভেন্ট/কার্যক্রম তারিখ ও সময় প্রতীক বরাদ্দ (Symbol Allocation) ২১ জানুয়ারি ২০২৬ (আজ) প্রচারণা শুরু (Campaign Starts) ২২ জানুয়ারি ২০২৬ (আগামীকাল) ভোটগ্রহণের তারিখ (Election Day) ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোটের সময় (Voting Time) সকাল ৭:৩০ - বিকাল ৪:৩০ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১,৯৬৭ জন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ (প্রায়)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে দেশব্যাপী ২৯৮ আসনে ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৬৭ জনে। আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং একইসঙ্গে প্রতীক বরাদ্দ দেয়া হবে। বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন:
ওই দিন থেকেই ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





