রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারায় তারা। তবে স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৫০ রানের জুটিতে ম্যাচে ফেরে সিলেট। এই জুটি ভাঙার পর আবারও জমে ওঠে উত্তেজনা।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ফাহিম আশরাফের করা শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে নাটকীয় জয় এনে দেন ইংলিশ তারকা ক্রিস ওকস। এর আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স ।





