ঢাকায় শুরু বিপিএলের শেষ ধাপ, মাঠে আজ দুই ম্যাচ

চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের হেড কোচ
চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের হেড কোচ | ছবি: এখন টিভি
0

শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। বেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে।

বিপিএলের এবারের আয়োজন নিয়ে বাড়তি উন্মাদনা ছিল আগে থেকেই। কথা ছিল, এবারের আসরে বাড়বে ভেন্যুর সংখ্যা। তবে নানান সীমাবদ্ধতায় চট্টগ্রামেও হয়নি ম্যাচ। তাই সিলেট পর্ব শেষে ঢাকাতেই হচ্ছে বাকি ম্যাচগুলো।

আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে আছে বিপক্ষ দল নোয়াখালী। চট্টগ্রাম কোচ অবশ্য মনে করছেন শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে তার দল।

চট্টগ্রাম রয়্যালসের হেড কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো প্লেয়ার ভালো ক্রিকেট খেলছে। সো ওই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছে। তারপরও তারা ভালো ক্রিকেট খেলছেন। আর অনেক প্ল্যানিং থাকে যেগুলো তো বলা যায় না। প্রতি টিমের নিজস্ব প্ল্যানিং থাকে যা আসলে মাঠে কার্যকর করা হয়।’

আরও পড়ুন:

দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। দুই দলই প্লে অফের জায়গা পাকাপোক্ত করে রেখেছে। অনুশীলন শেষে ঢাকা পর্বে নিজেদের কর্তব্য ঠিকঠাক পালন করার আশ্বাস দেন সিলেটের কোচ।

সিলেটের হেড কোচ সোহেল ইসলাম বলেন, ‘সিলেট পর্বে আমরা আসলে অনেকগুলো ম্যাচ খেলেছি সো ফার সো গুড, কিছু ম্যাচ ভালোভাবে জিতেছি, কিছু ম্যাচ আবার ক্লোজ ছিল। এসবের মধ্যে লাস্ট দুইটা ম্যাচ ছেলেরা ভালো খেলেছে এবং ভালো একটা উইনিং মোমেন্টাম পেয়েছি। আমরা আসলে সেই ধারাবাহিকতায় নিয়ে চিন্তা করছি। কাল যে ম্যাচটা আছে আমাদের তা যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি।’

৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। ৭ ম্যাচে দুইয়ে থাকা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১০। ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সিলেট টাইটান্সের অবস্থান তিন নম্বরে। ৮ ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের চারে অবস্থান রংপুর রাইডার্সের। ৫ ও ৬ নম্বরে রয়েছে ঢাকা ও নোয়াখালী।


এএম