নিহত সাগর শেখ সুজানগর উপজেলা নাজিরগঞ্জ হাশামপুর মতিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তাঁতীবন্দ রেলস্টেশন সংলগ্ন নরজুল ইসলামের বাড়িতে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে চোর সন্দেহে তাকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন:
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কী কারণে হত্যার ঘটনা ঘটেছে।’





