স্থানীয়রা জানায়, চট্টগ্রাম রাঙামাটি সড়কে পশ্চিম দিক থেকে মোটরবাইক নিয়ে যাচ্ছিলো সুফিয়ান ও আকিব। এসময় বিপরীত দিক থেকে শ্যামলী পরিবহনের বাসটি আসে। এসময় সংঘর্ষ হলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং বাস সড়কের ধারে আটকে পড়ে।
এতে সুফিয়ান ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে আকিবের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





