সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে জনজীবন

শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ
শীতে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন গ্রামের কয়েকজন মানুষ | ছবি: এখন টিভি
0

সারা দেশে জেঁকে বসেছে শীত। তীব্র শীতের কবলে বিপাকে জনজীবন। হিমেল হাওয়ায় শীত যেন বেড়েছে কয়েকগুণ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষরা।

রাজশাহী

রাজশাহীতে আজ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। সকালে থেকেই ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদে মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

যশোর

যশোরে ক্রমেই শীতের দাপট বাড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দৃষ্টিসীমা ৫০ মিটার। কুয়াশার তীব্রতায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সময়মতো ঘর থেকে বের হতে না পারায় অনেক শ্রমজীবী পাচ্ছেন না কাজের সন্ধান।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সকাল থেকেই ঘন কুয়াশার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কমতে পারে। এমনকি টানা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে চুয়াডাঙ্গাবাসী। শীতের অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেননা কেউ।

দিনাজপুর

দিনাজপুরে অব্যাহত রয়েছে শীতের প্রভাব। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে সূর্যের তাপ তেমনভাবে অনুভূত না হওয়ায় শীতের কনকনে ভাব কাটেনি।

ইএ