কুষ্টিয়ায় বাড়ছে শীতের তীব্রতা; মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

কুষ্টিয়ায় শীতের সকাল
কুষ্টিয়ায় শীতের সকাল | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় শীতের তীব্রতা বেড়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকাল থেকেই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ভোর থেকেই আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। দিনের বেলাতেও সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও তীব্র শীত ও ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

প্রয়োজনের তাগিদে সকাল থেকেই কাজে বের হতে দেখা গেছে শ্রমজীবী মানুষ ও রিকশাচালকদের। তবে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

আরও পড়ুন:

কুমারখালী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘প্রতিদিনই তাপমাত্রা কমছে, ফলে শীতের তীব্রতা বাড়ছে। এ অবস্থা আরও দুই-একদিন থাকতে পারে। এসময় শিশুদের প্রতি বাড়তি যত্ন ও সতর্ক থাকতে হবে।’

এফএস