বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৮ জন আটক

যৌথবাহিনীর অভিযানে আটকরা
যৌথবাহিনীর অভিযানে আটকরা | ছবি: এখন টিভি
0

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) এ ঘটনায় এখন পর্যন্ত মোবাইল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ২৮ জনকে আটক করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা হঠাৎ করেই হামলা চালায়। ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃদের নাম— মো. সাব্বির (২৪), মো. শাহিন-(২৬), মো. রিফাত (১৯), মো. মঈন (২২), মো. অনিক (২৭), মো. তারেক (২৪), মো. রিফাত (২৩), মো. হানিফ (২৫), মো. রাব্বি (৩২), মো. সোহানুল (২৪), দীপক হাজরা (২৬), তারেক আজিজ (২৫), মো. সাজ্জাদ (১৯), মো. শিপন (২৩), মো. সিয়াম (২৩), মো. ওনেস ইমরান (২৪), মো. মনির (২৫), মো. হারিস (২৭), মো. মতিউর (৪৮), মো. সাব্বির (২২), রাজন শেখ (৩১), আবু সাদিক (২৯), মো. মামুন (২৪), মজিবর (৩২), মো. সালাউদ্দিন (৩৯), মো. রাকিব (২৩), আমিনুল ইসলাম (২৪) এবং আ. সবুজ (৩০)

আরও পড়ুন:

আটক সবাইকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর সেনাবাহিনী।

জানা গেছে, বিটিআরসি ভবনের করিডোরের গ্লাস ভাঙা, ইটপাটকেল নিক্ষেপ করার ফলে মূল ভবনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর বিটিআরসি ভবনের সামনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, পূর্বঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় মোবাইল ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে আজ বিকেশে বিটিআরসি ভবনের সামনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। একপর্যায়ে বিটিআরসি ভবনের বাইরে দুই রাস্তার দিক থেকে ঢিল ছোড়া হয়।

এসএইচ