জয় দিয়ে বছর শেষ করলো আর্সেনাল

আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস
আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

জয় দিয়ে বছর শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। তবে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। নিজ নিজ ম্যাচে ড্র করেছে তারা।

চলতি ডিসেম্বরেই অ্যাস্টন ভিলার কাছে হেরেছিল আর্সেনাল। ঘরের মাঠে গানারদের কাছে তাই ছিল বাড়তি চ্যালেঞ্জ। মিকেল আর্তেতার শিষ্যরা সেই চ্যালেঞ্জে উৎরে গিয়েছে ৪-১ গোলের বড় জয়ে। যদিও ম্যাচের প্রথমার্ধে হয়নি কোনো গোলই।

আরও পড়ুন:

৪৮ মিনিটে গ্যাব্রিয়েল ভাঙ্গেন ডেডলক। মিনিট চারেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্দি। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড আর ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। ৯৪ মিনিটে ওলি ওয়াটকিন্স এক গোল শোধ করে অ্যাস্টন ভিলা।

রাতের অন্য ম্যাচে টেবিলের তলানির দল উলভসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যান ইউনাইটেড। ম্যাচের ২৭ মিনিটে গোল করেন ইউনাইটেডের জশুয়া জির্কজে। ৪৫ মিনিটে উলভসের লাদিসলাভ ক্রেজসি ম্যাচে আনেন সমতা।

এফএস