২০২৫ সালে নারী ফুটবলের বড় অগ্রগতি এসেছে মাঠের পারফরম্যান্সে। ইতিহাস গড়ে সাফ ছাড়িয়ে আফঈদা-ঋতুপর্ণারা জায়গা করে নিয়েছেন এশিয়ান কাপে। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গেও নিয়মিত খেলছে নারী দল। বাফুফে সভাপতির চোখে কেমন ছিল নারী দলের ২০২৫?
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের এশিয়া কাপের মেয়েরা কোয়ালিফাই করেছে। আমাদের আন্ডার-২০ মেয়েরাও কোয়ালিফাই করেছে। আন্ডার-১৭ ও করতে পারতো কিন্তু আপনি চেক করে দেখেন আমাদের রিসোর্সার ছিলো না। আমাদের টেকনিক্যাল স্টাফ, কোচিং স্টাফ আপনি চেক করে দেখবেন আমাদের ওই এইজ গ্রুপটাকে সাপোর্ট দেয়ার মতো আমাদের আর কোনো রিসোর্সার ছিলো না। পরিকল্পনা কন্টিনিউয়াসলি বড় করে করবো। এবার আমাদের প্ল্যান ছিলো যে প্রতিটা ফিফা উইন্ডোতে খেলবো এবং দুই তিনটা এইজ ভিত্তিকভাবে আমরা খেলবো। প্রথমে যেটা অরিজিনালি ছিলো সে কাঠামো থেকে আমি একটু ডেভেলপ করলাম। একটা ডরমিটরি থেকে মেয়েরা গ্রুপ হিসেবে খেলছে।’
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত ক্যাম্পের পাশাপাশি নারী ফুটবলারদের বেতন-ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ আউয়াল।
আরও পড়ুন:
তাবিথ আউয়াল বলেন, ‘আগে বলা হয়েছিলো বেতন সময়মতো পাওয়া যায় না। বেতনও বাড়িয়েছি, সময়মতোও দিচ্ছি। আর আগের যে পরিমাণ খেলোয়াড় বেতন পেতো তার সংখ্যাও বাড়িয়েছি। এখন একটা না একটা ভুল তো থাকবেই। আমি স্বীকার করছি উচিত ছিলো আরও আগে থেকে করা। প্রায়োরিটিতে এসে আই টুক দ্যা কল। তবে কমিটমেন্ট হলো যেভাবেই হোক যেটা তারা নিজেরা অর্জন করেছে তা তারা পাবে।’
তবে গেল বছর সাফজয়ী দলকে দেড় কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা দেয়ার বছর পেরিয়ে গেলেও, এখনও সে অর্থ পরিশোধ করতে পারেনি বাফুফে। কারণ কি?
তাবিথ আউয়াল বলেন, ‘মেয়েদের বোনাস যেটা ঘোষিত বাফুফে কর্তৃক সেটা এখনো দেয়া হয়নি কারণ আমাদের ক্যাশ ফ্লোতে এতগুলো টাকা একই সময়ে আমরা রেডি করতে পারিনি। পারতাম, তাহলে যে টুর্নামেন্টগুলো আমরা খেলেছি, অনেকগুলো ক্যাম্প আমরা টুর্নামেন্টের ১০ দিন আগেও করেছি, প্রায়োরিটি ছিলো ডরমিটরি আপডেট করা আমরা কিন্তু নতুন ইপিজেডে চলে গিয়েছি। বিষয়টা এমন না যে ক্যাশ ছিলো না, ক্যাশের প্রায়োরিটিতে আমরা বোনাসটা যোগ করতে পারি নি। আমরা এখনো বলছি আমরা দেব, এর সঙ্গে আমাদের মেয়েদের মনোভাবের কোনো সম্পর্ক নেই।’
জাতীয় দলের পাশাপাশি বয়স পর্যায়েও চোখ আছে বাফুফে সভাপতির। জানালেন, নিয়মিত আয়োজন করতে চান নারীদের লিগও।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এখন আমাদের পরবর্তী টার্গেট হলো একটা চলমান লিগ শুরু করা। তবে একবার শুরু হলে তা যেন আবার বন্ধ হয়ে না যায়। এজন্য একটু ধীরে শুরু করি কিন্তু পারফেক্টলি শুরু করি। এজন্য যে লিগগুলো যাচ্ছে সেগুলো আমরা দেখি যে লং টাইম লিগ। এ ক্লাবগুলোর সঙ্গে পরামর্শ করেই আমরা লিগটাকে আরও শক্তিশালী করবো। একরাতে করবো না কিন্তু ধাপে ধাপে করবো। মেয়েদের লিগে আমরা দেখতে চাই সাউথ এশিয়াতে টপ লিগটা হবে বাংলাদেশে। এতে আমাদের কিছু সুবিধা আছে আমরা আরও কিছু সুবিধা নিতে চাই। মেয়েদের ক্ষেত্রে আমাদের ভিশনটা একটু বড়। আমাদের লিফ ওমেন্স ক্লাব বা এএফসি ক্লাব পর্যায়ে খেলতে পারবে।’





