তিনি বলেন, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে আবেদনগুলো জমা দেয়া হয়েছে।’
এর মধ্যে, নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং নোয়াখালী-৪ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ আসনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন:
নোয়াখালী ৬টি আসনের মধ্যে নোয়াখালী-২, নোয়াখালী-৫ ও নোয়াখালী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একই দলের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এর মধ্যে নোয়াখালী-২ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি মনোনীত দলের প্রার্থী ছাড়াও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ -কবিরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম ছাড়া একই দলের প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দিন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়া হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম, তার সহধর্মিণী শামীমা আজিম, ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।




