সংবাদ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় সোয়া ৬টার দিকে কার্যালয়ে আসেন আসিফ মাহমুদ। পরে এনসিপির পক্ষ থেকে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আজ এনসিপিতে যোগদান করলেন আসিফ মাহমুদ। এটি বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি।’
আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এনসিপির হয়ে দলটির নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান হিসেবেও সাবেক এ উপদেষ্টা দায়িত্ব পালন করবেন বলে জানান নাহিদ ইসলাম। এসময় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত সবাই মেনে নিবে বলে আশা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক।
এরপর সাংবাদিকদের সামনে কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আজ থেকে আমি এনসিপিতে যোগ দিচ্ছি। সহযোদ্ধাদের সংসদে পৌঁছানোর পেছনে ভূমিকা রাখতে চাই। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছি।’
আরও পড়ুন:
আসিফ মাহমুদ বলেন, ‘শহিদ হাদির ঘটনা আমাদের শেখায় জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে এক থাকতে হবে। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে আমরা কাজ করবো।’
এর আগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বলে জানানো হয়।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না বলেও জানা যায়। তবে দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।





