সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা কার ভূমিকা কেমন— তা দেখেছি। আমরা দেখেছি কারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। ওসমান হাদিকে হত্যার পরে তা আরও স্পষ্ট হয়েছে। তাই আমরা সমমনা দলের সঙ্গে জোটে যুক্ত হয়েছি। এর বিশেষ প্রেক্ষাপট রয়েছে। যাদের কাছে দেশ ও দলের চেয়ে ব্যক্তিগত চিন্তা আদর্শ বড় হয় তাহলে তারা ব্যক্তিগত যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’
আরও পড়ুন:
জোটের শরিকদের সঙ্গে জনগণের সমর্থন নিয়ে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় জেলা জামায়াতের আমির জোটের প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে পঞ্চগড়-১ আসনে আটজন ও পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।





