এক মাস পর এশিয়ান কাপ, অথচ বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত কোচ?

বাফুফের সিদ্ধান্তে এমিলির প্রশ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন | ছবি: সংগৃহীত
0

এশিয়ান কাপ শুরুর মাত্র এক মাস আগে জাতীয় দলের ক্যাম্প রেখে বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নিশপে অংশ নিতে দলের সঙ্গে উড়াল দিয়েছেন এই কোচ। তার অনুপস্থিতিতে আফঈদা, রিতুপর্নাদের দায়িত্ব সামলাবেন ফিটনেস ট্রেইনার লর্ড ম্যাকরন। এশিয়ার সর্বোচ্চ আসরের আগে বাফুফের এমন সিদ্ধান্ত সঠিক নয় বলে মত সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির।

পিটার বাটলার জাতীয় দলের কোচ হলেও বর্তমানে ব্যস্ত রয়েছেন বয়সভিত্তিক দল নিয়ে। সাফ অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর জন্য ব্রিটশ এ কোচের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন বাফুফে। এদিকে এশিয়ান কাপ শুরু হতে বাকি মাত্র এক মাস। এর আগে বাংলাদেশের ধ্যানজ্ঞান হওয়ার কথা ছিলো এশিয়ার সর্বোচ্চ এ আসর। তা না হয়ে অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেইনার লর্ড ম্যাকরনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে বাফুফে। তবে ফেডারেশনের এমন কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে সমালোচনামুখর সাবেক এ অধিনায়ক।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘পরবর্তীতে তার পরিকল্পনাগুলো কি হবে। আমরা কার কার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, আর কোন কোন কমপিটিশনগুলোতে অংশ নেব, এগুলো নিয়ে যদি পরিকল্পনা করতো তাহলে দলের জন্য ভালো হতো।’

আরও পড়ুন:

নিজেদের প্রস্তুতির জন্য গত বছর থাইল্যান্ডের বিপক্ষে দুইটা প্রীতি ম্যাচ আর ত্রিদেশীয় সিরিজ ছাড়া ভাগ্যে জোটেনি খুব বেশি ম্যাচ।

সাবেক এ অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে অনেক আগেই একটা পরিকল্পনা দিয়েছে। সে পরিকল্পনা বর্তমানে কিছুই নাই। ভিয়েতনাম বলেন কিংবা অন্য কোনো দলের সাথে দুইটা ম্যাচ খেলে যেতে পারলে অস্ট্রেলিয়ায় আমাদের জন্য ভালো হবে।’

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের নাম লেখানো নারী ফুটবলারদের প্রস্তুতির ঘাটতিতে বিশাল সুযোগ হাতছাড়া হবে না তো বাফুফের উদাসীনতায়? এশিয়ার মঞ্চে নিশ্চয় মিলবে সেই উত্তর।

জেআর