পোস্টে মনজিলা সুলতানা ঝুমা লেখেন, প্রাথমিকভাবে এনসিপি দেশের ১২৫টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এর অংশ হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন।
তিনি লেখেন, সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারিত থাকলেও’ এর আগেই তিনি তার সিদ্ধান্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে অবহিত করেছেন।
আরও পড়ুন:
নির্বাচনে অংশ নেয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মনজিলা ঝুমা লেখেন, আমি অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না।
তবে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, তরুণরা সংসদে যাবে—আজ নয়তো কাল।
এরই মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা করেছে এনসিপি। বিষয়টি জানাতে ২৮ ডিসেম্বর রাতে রাজধানীর বাংলামটরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ‘দলের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের জন্য এই জোট গঠন হয়েছে।’
একাধিক নেতার পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাদের সঙ্গে আবার আলোচনা করব; বোঝানোর চেষ্টা করব।’
আরও পড়ুন:





