শীতের দাপট থাকবে আরও কয়েক দিন

শীতের সকালে আগুনে তাপ নিচ্ছেন
শীতের সকালে আগুনে তাপ নিচ্ছেন | ছবি: সংগৃহীত
0

দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা জনজীবনকে কার্যত স্থবির করে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এই দাপট আরও অন্তত তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে।

একনজরে আজকের তাপমাত্রা

  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস (নিকলী, কিশোরগঞ্জ)।
  • সিরাজগঞ্জের তাড়াশে তাপমাত্রা: ১১ ডিগ্রি সেলসিয়াস।
  • অধিকাংশ জেলায় গড় তাপমাত্রা: ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
  • রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা: ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
  • দেশের সর্বোচ্চ তাপমাত্রা: ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস (টেকনাফ, কক্সবাজার)।

কুয়াশায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

ঘন কুয়াশার ঝুঁকি বিবেচনায় নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৫ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়।

কেন শীত এত তীব্র অনুভূত হচ্ছে?

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে জানান, গত কয়েক দিনে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সাধারণত এই ব্যবধান কমে গেলে শীতের অনুভূতি তীব্র হয়। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ভূপৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে পারছে না, ফলে ভূমি উষ্ণ হওয়ার সুযোগ পাচ্ছে না। এসব কারণেই হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন:

গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিরাজগঞ্জের তাড়াশে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বেড়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে—২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকায় আগামী তিন-চার দিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকবে। জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এনএইচ