প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের ভেতরে শ্রমিকরা ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওয়েলডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গুদামে রক্ষিত প্লাস্টিক দ্রব্য ও দাহ্য সামগ্রীতে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে মালামাল সরানোর চেষ্টা করেন। তবে বিশাল গুদামে রাখা বিপুল পরিমাণ মালপত্র সরানোর আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে উপজেলার নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় গুদামের সামনের ফটকে দড়ি দিয়ে বাঁধা লোহার দরজা খুলে পড়লে স্থানীয় তিন ব্যক্তি আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. রাজিব জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকেও আরিচা পুরাতন লঞ্চঘাটের দক্ষিণ পাশে রাখা বিপুল সংখ্যক ড্রেজার পাইপে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।





