নিহতরা হলেন- মিরপুর উপজেলার কুরিপোল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে হারুন অর রশিদ (২০) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম আহমেদ (১৯)। হারুন অর রশিদ মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং সিয়াম আহমেদ কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেলযোগে লালনশাহ ব্রিজের দিকে যাচ্ছিলেন। এমন সময় যাত্রী ছাউনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত রশিদকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





