নিহত হালিমা খাতুন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দালালপাড়া এলাকার মৃত শামসুদ্দিন মোল্লা প্রামানিকের স্ত্রী।পরিবার সূত্র জানিয়েছে,তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গেল ছয়দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,আজ বিকেল ৩টার দিকে গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,নিহত ওই নারী গত ছয়দিন কোথায় ছিলেন এবং কিভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





