আমিনুল হকের নেতৃত্বে ৩০০ ফিট সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ

আমিনুল হকের নেতৃত্বে বর্জ্য অপসারণ কার্যক্রম ও পরের চিত্র
আমিনুল হকের নেতৃত্বে বর্জ্য অপসারণ কার্যক্রম ও পরের চিত্র | ছবি: এখন টিভি
3

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। গতকালের সমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে পুরো এলাকার বর্জ্য অপসারণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে আমিনুল হক বলেন, ‘গতকাল রাতেই আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আজ সকাল থেকেই এয়ারপোর্ট রোড এবং ৩০০ ফিটের এ রাস্তাগুলো পরিষ্কারে আমাদের নেতাকর্মী ও প্রায় সাড়ে ৩০০ লেবার নিয়োগ দেয়া হয়। আমাদের পক্ষ থেকে ১৬টি পিকআপ দেয়া হয়েছিল। পাশাপাশি আমরা সিটি করপোরেশনকে আগেই অনুরোধ করেছিলাম যে, আপনারাও আমাদের সহযোগিতা করেন, আমরা সমন্বয় করে আমাদের ব্যবহার্য প্রতিদিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা—৩০০ ফিট এবং এয়ারপোর্ট রোডের যেখানে যেখানে ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়ে আছে, সেগুলো আমরা আজ সারাদিনের মধ্যেই পরিষ্কার করে ফেলতে চাই।’

সকাল ৮টা থেকেই তাদের পরিষ্কার কার্যক্রম শুরু হয়। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং সংলগ্ন এলাকাজুড়ে জমে থাকা সব ধরনের বর্জ্য পরিষ্কার করা হয়। কর্মসূচি শেষে তিনি জানান, ৩০০ ফিটের পুরো সংবর্ধনাস্থল এলাকা যথাযথভাবে পরিষ্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া জনসমাবেশে ভেঙে যাওয়া গাছ পুনরায় রোপন করার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব জায়গায় নতুন করে গাছ রোপণ করতে চাই।’

এ বিষয়ে বিএনপির অন্যান্য নেতারা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সংবর্ধনা শেষে বর্জ্য অপসারণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।

এসএইচ