বছরের শেষ বৈঠকে বিসিবি: উপেক্ষিত প্রথম বিভাগ ক্রিকেট ও দুর্নীতি ইস্যু

বিসিবির বৈঠক
বিসিবির বৈঠক | ছবি: এখন টিভি
0

দীর্ঘ সাত ঘণ্টার লম্বা বৈঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আলোচনা হয়েছে মাঠ সংক্রান্ত একাধিক ইস্যুতে। তবে অনেকটাই উপেক্ষিত ছিল প্রথম বিভাগ ক্রিকেট এবং দুর্নীতি ইস্যু।

বছরের শেষ বৈঠকে বিসিবি পরিচালকরা ব্যয় করলেন লম্বা সময়। বিপিএল, প্রথম বিভাগ ক্রিকেটসহ আলোচনার টেবিলে ছিল নানা ইস্যু। তবে সবচেয়ে ছাপিয়ে আলাপ চললো মাঠ নিয়ে।

ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিতে নানা পদক্ষেপের কথা শোনালেন গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলট।

তিনি বলেন, ‘কাইন্ড অব একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে, বাংলাদেশে যে বিভাগীয় হেডকোয়ার্টারগুলো আছে— খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট প্রতিটাকে আমরা একটা হাবের মতো বানাতে চাচ্ছি। আমাদের ওখানে প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট থাকবে।’

অনূর্ধ্ব-১৯ দলের পর খেলোয়াড়দের খেলার মাঝে রাখতে নতুন রাইজিং স্টার্স টুর্নামেন্টের ঘোষণাও এসেছে এদিন।

আরও পড়ুন:

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এটা চারটা দল খেলবে, বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দান জোন, সাউদার্ন জোন। মোট ৩১টি খেলা হবে।’

সম্প্রতি বিসিবি পরিচালক আদনান রহমান দীপন অভিযোগ করেছেন বর্তমান বোর্ডের দুর্নীতি প্রসঙ্গে। তা নিয়ে অবশ্য খুব বেশি মন্তব্য শোনা যায়নি বিসিবি পরিচালক মোকসেদুল কামাল বাবুর কাছ থেকে।

তিনি বলেন, ‘কে কোথায় কী বললো, নিশ্চয়ই সবাই জানেন বিসিবি একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন। তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পন্থা আছে। সে নিয়ম এবং পন্থায় যদি তথ্য প্রমাণসহ কেউ অভিযোগ দেয় নিশ্চয়ই বিসিবি সেটা দেখবে।’

অবশ্য এতকিছুর মাঝেও আলাপ হয়নি ঢাকা প্রথম বিভাগের বিদ্রোহী ক্লাবের অধীনে থাকা ৯০০ ক্রিকেটারের ভাগ্য নিয়ে।

এসএস