বিদ্রোহী ক্লাবগুলোকে বাদ দিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচি প্রকাশ

প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী
প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী | ছবি: সংগৃহীত
0

বিদ্রোহী ৮ ক্লাবকে বাদ দিয়েই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের পরবর্তী ৩ রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই ৩ রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

২০ দল নিয়ে শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দুই রাউন্ডে অংশ নেয়নি ৮ ক্লাব। পরবর্তীতে ১২ দল নিয়েই মাঠে গড়িয়েছিল তৃতীয় রাউন্ড। পিকেএসপি ও বিকেএসপির দুটি করে এবং সিলিকন সিটির ফ্যানস ক্রিকেট গ্রাউন্ড, এই পাঁচটি ভেন্যুতে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

লিগের জন্য করা দুই গ্রুপ থেকেই সমান চারটি করে ক্লাব লিগ বর্জন করেছে। ফলে নতুন করে গ্রুপ তৈরি করেনি সিসিডিএম। আগের গ্রুপ অনুযায়ী সূচি পুনর্বিন্যাস করেছে লিগ কমিটি। অন্যদিকে বাদ পড়া ৮ ক্লাবকে অবনমিত করেছে সিসিডিএম।

ইএ