ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ
ফেরি চলাচল বন্ধ | ছবি: এখন টিভি
0

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা নামের দুটি ফেরি। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত ৯টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না।

নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এসময় কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে আছে দুটি ফেরি।

আরও পড়ুন:

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ‘কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।’

এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১০টি ফেরি চলাচল করে।

এসএস