এক ওভারে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় গেদে প্রিয়ানন্দ

এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস
এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব রেকর্ডের সাক্ষী হলো বিশ্ব। মাত্র ছয় বলের ব্যবধানে তুলে নিলেন ৫টি উইকেট! এই অবিশ্বাস্য কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ডানহাতি পেসার গেদে প্রিয়ানন্দ (Gede Priandana)। আজ (মঙ্গলবার,২৩ ডিসেম্বর) কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি এই অভাবনীয় মাইলফলক স্পর্শ করেন।

একনজরে: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট

  • রেকর্ডধারী: গেদে প্রিয়ানন্দ (Gede Priandana), ইন্দোনেশিয়া।
  • প্রতিপক্ষ: কম্বোডিয়া (Cambodia)।
  • ঐতিহাসিক কীর্তি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫টি উইকেট শিকার।
  • ওভারের বিবরণ: প্রথম ৩ বলে হ্যাটট্রিক (Hat-trick)। ৪র্থ বল ডট। ৫ম ও ৬ষ্ঠ বলে আরও ২টি উইকেট।
  • আগের রেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে সর্বোচ্চ ৪ উইকেট পড়ার ঘটনা ঘটেছিল ১৪ বার।
  • অন্যান্য রেকর্ডধারী (ঘরোয়া টি-টোয়েন্টি): আল আমিন হোসেন (বাংলাদেশ) ও অভিমন্যু মিথুন (ভারত)।
  • ব্যাটিং চমক: ইন্দোনেশিয়ার ধর্ম কেসুমা (Dharma Kesuma) মাত্র ৬৮ বলে ১১০ রানে অপরাজিত থাকেন।
  • ম্যাচের ফলাফল: ইন্দোনেশিয়া ৬০ রানে জয়ী হয়।

আরও পড়ুন:

এক ওভারের সেই ধ্বংসযজ্ঞ (5 Wickets in an Over)

ইন্দোনেশিয়ার ছুঁড়ে দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে ১৫তম ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল কম্বোডিয়া। কিন্তু প্রিয়ানন্দ নিজের প্রথম ওভার করতে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ওভারের প্রথম তিন বলে পরপর তিনটি উইকেট নিয়ে তিনি হ্যাটট্রিক (Hat-trick in T20I) পূর্ণ করেন। চতুর্থ বলটি ডট দিলেও ওভারের শেষ দুই বলে আরও দুটি উইকেট তুলে নেন তিনি। মাঝে একটি রান ওয়াইড থেকে আসলেও, এক ওভারেই ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে কম্বোডিয়ার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৬০ রানের বড় জয় পায় ইন্দোনেশিয়া।

টি-টোয়েন্টিতে, রেকর্ড বইয়ের নতুন পাতা (World Record in T20 Cricket)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (International T20 History) এর আগে এক ওভারে সর্বোচ্চ ৪টি উইকেট পড়ার ঘটনা ঘটেছে ১৪ বার। কিন্তু প্রিয়ানন্দই বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ওভারে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন। যদিও পুরুষদের ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের আল আমিন হোসেন (Al-Amin Hossain) এবং ভারতের অভিমন্যু মিথুন একই কীর্তি গড়েছিলেন, তবে আন্তর্জাতিক মঞ্চে প্রিয়ানন্দই প্রথম।

আরও পড়ুন:

ব্যাটিংয়েও ছিল চমক (Century by Dharma Kesuma)

বল হাতে প্রিয়ানন্দর তাণ্ডবের আগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ইন্দোনেশিয়ার ওপেনার ধর্ম কেসুমা (Dharma Kesuma)। তিনি মাত্র ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১১০ রানে অপরাজিত থাকেন। তার এই বিধ্বংসী সেঞ্চুরি ইন্দোনেশিয়াকে লড়াই করার মতো বিশাল সংগ্রহ এনে দেয়।

গেদে প্রিয়ানন্দর বিশ্বরেকর্ড ওভারের পরিসংখ্যান (Ball-by-Ball)


বলের ক্রমফলাফলবিবরণ
১ম বলউইকেটপ্রথম আঘাতেই ব্যাটারকে সাজঘরে পাঠান।
২য় বলউইকেটটানা দুই বলে দুই উইকেট।
৩য় বলউইকেটহ্যাটট্রিক (Hat-trick) পূর্ণ করেন।
৪র্থ বলডটকোনো রান বা উইকেট হয়নি।
৫ম বলউইকেটচতুর্থ উইকেট শিকার।
অতিরিক্ত১ রান (ওয়াইড)দুই উইকেটের মাঝে ১টি অতিরিক্ত রান আসে।
৬ষ্ঠ বলউইকেটইতিহাস! এক ওভারে ৫ম উইকেট পূর্ণ।

আরও পড়ুন:

ম্যাচের সংক্ষিপ্ত স্কোরকার্ড (Match Summary)

বিষযপরিসংখ্যানবিস্তারিত
ম্যাচইন্দোনেশিয়া বনাম কম্বোডিয়াআন্তর্জাতিক টি-টোয়েন্টি।
ইন্দোনেশিয়ার রান১৬৭/৭ (২০ ওভার)ধর্ম কেসুমা ১১০* (৬৮ বল)।
কম্বোডিয়ার রান১০৭/১০ (১৮.১ ওভার)প্রিয়ানন্দর ওভারে ধস নামে।
প্রিয়ানন্দর রেকর্ড১ ওভারে ৫ উইকেটআন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার।
ফলাফলইন্দোনেশিয়া ৬০ রানে জয়ীগেদে প্রিয়ানন্দ ম্যাচের নায়ক।

একই ওভারে ৫ উইকেট নেওয়ার সংক্ষিপ্ত ইতিহাস

বোলারফরম্যাটসালপ্রতিপক্ষ
আল আমিন হোসেনঘরোয়া টি-টোয়েন্টি২০১৩আবাহনী (বিজয় দিবস কাপ)
অভিমন্যু মিথুনঘরোয়া টি-টোয়েন্টি২০১৯হরিয়ানা (সৈয়দ মুশতাক আলী)
গেদে প্রিয়ানন্দআন্তর্জাতিক টি-টোয়েন্টি২০২৫কম্বোডিয়া

আরও পড়ুন:

টি-টোয়েন্টি ক্রিকেটের বিরল ও বিশ্বরেকর্ডসমূহ

১. এক ম্যাচে সর্বোচ্চ দলীয় রান (Highest Team Total): টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি নেপালের দখলে। ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছিল। এটিই প্রথম কোনো দলের ৩০০ রান ছোঁয়ার রেকর্ড।

২. দ্রুততম সেঞ্চুরি (Fastest Century): নেপালের ব্যাটার কুশল মাল্লা মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন। তিনি মঙ্গোলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়ে ডেভিড মিলার ও রোহিত শর্মার ৩৫ বলের রেকর্ড ভেঙে দেন।

৩. এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (Most Sixes in an Innings): একই ম্যাচে নেপালের দীপেন্দ্র সিং আইরি এবং কুশল মাল্লারা মিলে মোট ২৬টি ছক্কা হাঁকিয়েছিলেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

৪. দ্রুততম ফিফটি (Fastest Fifty): ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলের রেকর্ড ভেঙে নেপালের দীপেন্দ্র সিং আইরি মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি করার অবিশ্বাস্য রেকর্ড গড়েন।

৫. সেরা বোলিং ফিগার (Best Bowling Figures): মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রাস চীনের বিপক্ষে মাত্র ৮ রান দিয়ে ৭টি উইকেট শিকার করেন। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।

৬. টানা সবচেয়ে বেশি জয় (Most Consecutive Wins): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি মালয়েশিয়ার (১৩টি জয়)। তবে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভারত টানা ১২টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল।

৭. শূন্য রানে অলআউট হওয়ার রেকর্ড (Lowest Team Total): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের লজ্জাজনক রেকর্ডটি আইল অব ম্যান (Isle of Man) দলের। স্পেনের বিপক্ষে তারা মাত্র ১০ রানে অলআউট হয়ে গিয়েছিল।

৮. এক ওভারে ৬টি ছক্কা (Six Sixes in an Over): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬টি ছক্কা মারার গৌরব অর্জন করেছেন তিনজন ব্যাটার:

  • যুবরাজ সিং (ভারত) - বনাম ইংল্যান্ড।
  • কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) - বনাম শ্রীলঙ্কা।
  • দীপেন্দ্র সিং আইরি (নেপাল) - বনাম কাতার।

৯. টানা মেইডেন ওভারের রেকর্ড (Most Consecutive Maidens): ভারতের অক্ষয় কার্নেওয়ার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে ৪ ওভার বল করে ৪টিই মেইডেন ওভার নিয়েছিলেন এবং কোনো রান না দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন। এটি টি-টোয়েন্টিতে বিরলতম স্পেল।

১০. সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি: জিব্রাল্টারের ব্যাটার আভিশ পাই ৪৪ বছর বয়সে বুলগেরিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন।

আরও পড়ুন:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQs)

প্রশ্ন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার কে?

উত্তর: ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানন্দ (Gede Priandana)।

প্রশ্ন: এই রেকর্ডটি কোন দলের বিপক্ষে হয়েছে?

উত্তর: কম্বোডিয়া জাতীয় ক্রিকেট দলের (Cambodia Cricket Team) বিপক্ষে।

প্রশ্ন: গেদে প্রিয়ানন্দ কি হ্যাটট্রিক করেছেন?

উত্তর: হ্যাঁ, তিনি ওভারের প্রথম তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক (T20I Hat-trick) করেছেন।

প্রশ্ন: এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা ক্রিকেটে মোট কতবার ঘটেছে?

উত্তর: সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩ বার, তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম (First time in T20I)।

প্রশ্ন: বাংলাদেশের কোন বোলার এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন?

উত্তর: আল আমিন হোসেন (Al-Amin Hossain) ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে এই কীর্তি গড়েন।

প্রশ্ন: ভারতীয় ক্রিকেটে এই রেকর্ড কার নামে আছে?

উত্তর: অভিমন্যু মিথুন (Abhimanyu Mithun) ২০১৯-২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক ওভারে ৫ উইকেট নেন।

এসআর