বড়দিন ঘিরে পাবনায় উৎসবের আমেজ; ব্যস্ত খ্রিস্টান সম্প্রদায়

খ্রিস্টান সম্প্রদাযের উপাসনালয়
খ্রিস্টান সম্প্রদাযের উপাসনালয় | ছবি: এখন টিভি
0

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ঘিরে পাবনায় বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয়, বসতবাড়িতে আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

শীতের সকালে নীল আকাশে অস্পষ্টতা কাটিয়ে লাল সূর্যের দেখা। যে আভায় যীশু খ্রিস্টের জন্মদিন আলোকিত হবে এমন প্রত্যাশা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের।

দুয়ারে করা নাড়ছে যীশু খ্রিস্টের জন্মদিন। সেই দিনকে উদযাপন করতে পাবনার খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িগুলো এখন উৎসবমুখর। গির্জা সেজে উঠেছে রং-বেরংয়ের সাজে। বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিস্টমাস ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা।

স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, ২৫ ডিসেম্বর বড় দিন। তারা সবাই একসঙ্গে দিনটি উৎযাপন করবে। উৎসবমুখর পরিবেশে তারা দিনটি উৎযাপন করবে।

স্বজনদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে এরইমধ্যে গ্রামের বাড়িতে এসেছে অনেকেই। যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে চলছে নগর-কীর্তন। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করছে বাড়ির গৃহিণীরা। শিশুদের মধ্যেও কমতি নেই এ উৎসবকে ঘিরে।

আরও পড়ুন:

খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, তারা নতুন ধানের পিঠা বানাবেন উৎসব ঘিরে। শহর থেকে আত্মীয়-সজনেরা আসবেন। একসঙ্গে বড়দিনের আয়োজন করবেন তারা।

যিশু খ্রিষ্টের দেখানো আলো ও কল্যাণের পথে মানুষ সুখে শান্তিতে বড়দিন উৎযাপন করবে এবং জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা হবে এমনটাই প্রত্যাশা ধর্ম যাজকদের।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চ পালক ইসহাক সরকার বলেন, ‘এ বছর আমরা প্রার্থনা করি বাংলাদেশের যে অস্থিরতা তা যেন দূর হয়। প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে ও যিশু খ্রিষ্ট্রের দেয়া আনন্দে বসবাস করতে পারে।’

বড়দিন ঘিরে জেলা পুলিশের পক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই। আমরা যেভাবে পদক্ষেপ নিচ্ছি, নজরদারি তৎপরতা বাড়িয়ে দিয়েছি। আশা করি খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিরাপত্তার মধ্যে উৎসবটি পালন করতে পারবে।’

পাবনা জেলা প্রশাসনের তথ্য মতে, পাবনার ২৪টি গির্জায় শুভ বড়দিনের উপাসনা অনুষ্ঠিত হবে।

এফএস