নিজেদের ৮ম ম্যাচে দুবাই ৬ উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টসকে। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ। ইনিংসের ১৪তম ওভারে কাটার মাস্টার একে একে আউট করেন ভিন্স, আজমত উল্লাহ ওমরজাই ও সিন ডিক্সনকে।
আরও পড়ুন:
এদিকে টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও এ দিন সাকিব আল হাসান দেখিয়েছেন তার চেনা রূপ। আগের দুই ম্যাচে শারজা ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ছিলেন বিবর্ণ। কিন্তু ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
আউট করেছেন ফখর জামান ও স্যাম কারানকে। ব্যাট হাতেও খেলেছেন দায়িত্বশীল ২৫ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস। ৪ উইকেটের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি।





