আইএল টি-টোয়েন্টিতে ধারাবাহিক মুস্তাফিজ, ছন্দে ফিরলেন সাকিব

সাকিব আল হাসান; টিমমেটদের সঙ্গে মুস্তিাফিজ
সাকিব আল হাসান; টিমমেটদের সঙ্গে মুস্তিাফিজ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে একই দিনে মাঠে নেমেছিল দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। গতকালকের (রোববার, ২১ ডিসেম্বর) ম্যাচ দুটিতে আলো ছড়িয়েছেন দুজন বাংলাদেশিই। মুস্তাফিজের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস। আরেক ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে মুম্বাই এমিরেটস।

নিজেদের ৮ম ম্যাচে দুবাই ৬ উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টসকে। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ। ইনিংসের ১৪তম ওভারে কাটার মাস্টার একে একে আউট করেন ভিন্স, আজমত উল্লাহ ওমরজাই ও সিন ডিক্সনকে।

আরও পড়ুন:

এদিকে টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও এ দিন সাকিব আল হাসান দেখিয়েছেন তার চেনা রূপ। আগের দুই ম্যাচে শারজা ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ছিলেন বিবর্ণ। কিন্তু ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

আউট করেছেন ফখর জামান ও স্যাম কারানকে। ব্যাট হাতেও খেলেছেন দায়িত্বশীল ২৫ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস। ৪ উইকেটের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরাও হন তিনি।

এসএইচ