দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে শুরু হলো বিপিএল কেন্দ্রিক উত্তাপ। একইদিনে ঢাকা আর সিলেটে পৃথক চার মাঠে অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স।
রাজশাহীর দ্বিতীয় দিনের অনুশীলনে ছিল বৈচিত্র্য। পাওয়ার হিটিংয়ে বিশেষ নজর রেখেছেন কোচ হান্নান সরকার। সবার আগে অনুশীলন শুরুর পর নিজেদের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী ব্যাটার আকবর আলী।
আকবর আলী বলেন, ‘প্রত্যেকটি দলেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কী করতে চাই। আমাদেরও একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে। তবে পরিকল্পনা যদি বলেন, টিম ম্যানেজমেন্ট আমাদের যে ম্যাসেজটি দিয়েছে যে, আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রথমে সিলেটে যেহেতু আমাদের ম্যাচ, তাই আমরা সেই দু’টো ম্যাচ নিয়েই আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’
আরও পড়ুন:
২০১৭ আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স বরাবরই বিপিএলের বড় নাম। লিটন দাস, তাওহীদ হৃদয়ের মতো বিগ সাইনিং আছে ২০২৬ আসরে। অনুশীলনের সেশনের পর আত্মবিশ্বাসে ভরপুর রাইডার্স শিবির।
একইদিনে নিজেদের প্রথম অনুশীলন সেশন পার করেছে ঢাকা ক্যাপিটালস। গেল আসরের বাজে ফলাফল থেকে ঘুরে দাঁড়াতে চায় রাজধানী ফ্র্যাঞ্চাইজি৷ দলের অলরাউন্ডার সাইফুদ্দিনের বিশ্বাস এবারে ভালো লড়াই করবে ঢাকা।
সাইফুদ্দিন বলেন, ‘এখন যেহেতু বাইরে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, বাইরের খেলোয়াড়রা এক-দুদিন আগে আসে, দলের সঙ্গে মানিয়ে নিতে নিতে ওরা আবার চলেই যায়। এজন্য লোকাল খেলোয়াড়দের ওপর অনেক বেশি দায়িত্ব থাকবে।’
দীর্ঘ অপেক্ষার পর মাঠে নেমেছে দলগুলো। দীর্ঘ অপেক্ষার পর বিপিএলও প্রথমবার আভাস দিলো নিজেকে ফেরানোর।




