ঢাবির দুই হলের নাম পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীরা মত দিয়েছে: ভিপি সাদিক

সাদিক কায়েম
সাদিক কায়েম | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলকে ‘শহিদ শরিফ ওসমান হাদি’ এবং ফজিলাতুন্নেছা হলকে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম’ নামে নামকরণের ব্যাপারে শিক্ষার্থীরা মতামত দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

নাম পরিবর্তনের দাবিতে আজ (রোববার, ২১ ডিসেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্টের সমস্ত চিহ্ন মুছে ফেলা হবে।’ এছাড়াও জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভিপি।

দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন ডাকসু ও অন্যান্য হলের নেতারা। পরে উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশাকে স্মারকলিপি জমা দেন ভিপিসহ অন্যরা।

এএইচ