অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আজ নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান
বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান | ছবি: সংগৃহীত
0

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

গ্রুপ বি-তে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। আগের ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল-সবুজের শিবিরে। ব্যাটিংয়ে জাওয়াদ আবরারের ব্যাটে এসেছে দলের সর্বোচ্চ ৯৬ রান, সঙ্গে রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিমের ছিলো গুরুত্বপূর্ণ অবদান। বোলিংয়ে এখন পর্যন্ত দলের সফলতম বোলার শাহরিয়ার আহমেদ।

আরও পড়ুন:

অন্যদিকে নেপাল অনূর্ধ্ব-১৯ দল কঠিন সময় পার করছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। টুর্নামেন্টে এখনো খুঁজছে ছন্দ। সব মিলিয়ে কাগজে-কলমে এগিয়ে বাংলাদেশ। তবে যুবাদের ক্রিকেটে চমক আসতেই পারে। জয় ধরে রাখতে চাইবে বাংলাদেশ, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লড়াই নেপালের।

ইএ