ওসমান হাদির ওপর হামলা: সিলেটে এনসিপি ও সহযোগীদের মিছিল

এনসিপি ও সহযোগীদের বিক্ষোভ মিছিল
এনসিপি ও সহযোগীদের বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহিদ মিনার এলাকা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

আরও পড়ুন:

এর আগে একই দিন দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এরপর সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি প্লাটফর্মেরও মুখপাত্র তিনি।

এএইচ