এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার পাশাপাশি মাথার ভেতরেই বুলেটটি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হাদির অবস্থা ক্রিটিকাল। আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন হাদি।’
আরও পড়ুন:
এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকেও এমন তথ্য জানা গেছে।
এর আগে, আজ শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।





