এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক। সিটিস্ক্যানে তার মাথায় গুলি পাওয়া গেছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকেও এমন তথ্য জানা গেছে।
এর আগে, আজ শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। হামলার সময় রিকশায় তার সঙ্গে কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।





