আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) বিকেলে ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫-তম জন্মদিন উপলক্ষে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সন্ত্রাসমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’ আলোচনা সভায় মওলানা ভাসানীর জীবন ও কর্ম নিয়ে বক্তারা স্মৃতিচারণ করেন।
ভাসানীকে কিংবদন্তি রাজনীতিবিদ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়।’
এ সময়, নির্বাচনে জিতলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে, দলের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।





