জনগণের রায় ধানের শীষের পক্ষে আনতে হবে: তারেক রহমান

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি
বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। দেশ ও জনগণকে নিয়ে আমাদের যে পরিকল্পনা তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে। মানুষের রায় দলের পক্ষে ধানের শীষের পক্ষে আনতে হবে নির্বাচনের দিন ভোটের মাধ্যমে।

আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কেআইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘আমাদের কাজ দেশের ২০ কোটি মানুষকে নিয়ে।’

এসএস