বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি হোক— এখন টিভিকে তামিম ইকবাল

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান তামিম ইকবাল। তবে প্রমাণ না দেখিয়ে কাউকে যেন অন্যায়ভাবে না ফাঁসানো হয়। ‘এখন টেলিভিশনকে’ দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। বিসিবির ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে এগোয়নি বিপিএল, এমনটাই মত তার।

বিপিএলের নতুন আসর মাঠে গড়ানোর আগেই সঙ্গী হচ্ছে পুরনো সব বিতর্ক। আগের আসরগুলোতে ফিক্সিংয়ের গুঞ্জনে ঘি ঢেলে এবার আসর শুরুর আগেই নিলাম তালিকা থেকে বাদ পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকতদের মতো চেনা মুখগুলো।

তামিম ইকবাল বলেন, ‘তারা যদি দোষী হয়ে থাকে তাহলে ভেরি গুড। আমি এপ্রিশিয়েট করি এ জিনিসটাকে।’

এ নিয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাইলেও, কাউকে অন্যায়ভাবে না ফাঁসানোর দাবি জানিয়েছেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘ফিক্সিং বা এসব জিনিসের সঙ্গে জড়িত তাদের পানিশমেন্ট হোক, আমার চেয়ে বেশি কেউ চায় না। আমি এতটুক বলতে পারি। এটার জন্য আমি ফুল এপ্রিশিয়েট করি। অবশ্যই করা উচিত। কিন্তু রাইট ওয়েতে। সেকেন্ড লিস্ট থেকে বের করার কী দরকার ছিল? প্রথম লিস্ট থেকেই বের করতেন। রাখতেন না তাদের নাম। এ নাটকটা করার কী দরকার।’

তামিম ইকবালের সাক্ষাৎকার নিচ্ছেন নোমান আবদুল্লাহ |ছবি: এখন টিভি

তিনি বলেন, ‘আপনারা (বিপিএল ম্যানেজমেন্ট) যখন একটা ব্যক্তির নাম লিস্ট থেকে সরাচ্ছেন, এটা কী তাকে বা মিডিয়াকে বা এ জাতিকে জানাচ্ছেন যে, তাদের নামে কী অভিযোগ আছে বা কী প্রমাণটা আপনাদের কাছে আছে। কালকে তো যেকোনো ব্যক্তি আমার নামে এসেও বলতে পারে। তার মানে না যে আপনি আমার নাম সরিয়ে দেবেন। কারণ আপনাকে প্রুফ করতে হবে।

বিপিএলের কেন কোনো স্ট্যান্ডার্ড দাঁড়ালো না? এমন প্রশ্নেরও উত্তর জানান তামিম।

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্জাইজি ওনার্সদের কারণে। বিসিবির সবচেয়ে বড় সমস্যা হলো ফ্র্যাঞ্জাইজি দেয় কারে? আজকের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো যদি তিনটা দল থাকতো, ফরচুন বরিশালের মতো যদি দুইটা দল থাকতো, রংপুর রাইডার্সের মতো যদি তিনটা দল থাকতো তাহলে কী বিপিএল সাকসেসফুল হতো না? হইতো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বিপিএল সাকসেসফুল হয়নি কেন? এদের সঙ্গে বিভিন্ন যারা ছিল তাদের কারণে। তাদের কারণেই সমালোচনা, তাদের কারণেই সবকিছু। যখন বিসিবি ফ্র্যাঞ্জাইজ দেয়, এ জিনিসটা তাদের অনেক চিন্তাধারা করে দিতে হবে। বড় বড় কথা বললে হবে না তো। এ বোর্ডও তো এসে বলেছিল, উমুক করপোরেট, তমুক করপোরেট, কোথায় করপোরেট? একটারেও তো দেখি না।’

বিপিএলে বিতর্ক এড়াতে প্রয়োজনে বিরতি দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসর আয়োজনের পরামর্শও দেন গেল আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক।

এসএস