অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দিয়ে বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ

বিপিএলের লোগো
বিপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

বিপিএলের ১২তম আসরের নিলাম আগামীকাল (রোববার, ৩০ নভেম্বর)। তার মাত্র ১ দিন আগেই ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দিয়ে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয়। তালিকায় আছেন মোসাদ্দেক সৈকত সহ মোট ৯ ক্রিকেটার।

বিপিএল নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ বেশ কয়েকজন ক্রিকেটার। যাদের নামে আগে থেকেই অভিযোগ ছিল বিপিএল ফিক্সিংয়ের। বিজয়-সৈকতের পাশাপাশি বাদ পড়ার তালিকায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলাম। এছাড়াও চূড়ান্ত তালিকায় নাম নেই আলাউদ্দিন বাবু, নিহাদ উজ জামান, সানজামুল ইসলাম, এবং মিজানুর রহমান সহ মোট ৯ জন ক্রিকেটার।

দুদিন আগেই গত ২৭ নভেম্বর বিপিএলের নিলামের ক্রিকেটারদের তালিকায় সংশোধনী রেখে চূড়ান্ত তালিকা প্রচার করেছিল এখন টিভি। অবশেষে সেটাই সত্য হলো। আকুর তদন্ত ও অ্যালেক্স মার্শালের পর্যবেক্ষণের পরও বিপিএলের ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের নাম রেখেই নিলামের জন্য নাম প্রকাশ করার পর থেকেই সমালোচনার মুখে পরে বিসিবি। যদিও তখন থেকেই বিভিন্ন সূত্রে জানা যায় ৩০ নভেম্বরের আগেই তালিকা সংশোধন করবে তারা।

আরও পড়ুন:

অবশেষে সেই সংশোধনী এলো ক্রিকেট অঙ্গনের জন্য বড় ধাক্কা হয়েই। কারণ বিজয়,সৈকতসহ জাতীয় দলে খেলেছেন এমন একাধিক ক্রিকেটার বাদ পড়েছেন ফাইনাল লিস্ট থেকে। তবে সুখবর পেয়েছেন আলিস আল ইসলাম। শুরুতে নিলামের তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। অর্থাৎ আসন্ন বিপিএলেও বল হাতে কারিশমা দেখানোর সুযোগ পেতে যাচ্ছেন ডান হাতি স্পিনার।

দেশিয় ক্রিকেটারদের তালিকায় সংশোধনী আসলেও প্রশ্ন উঠছে। খসড়া তালিকা-চূড়ান্ত তালিকার নাটকীয়তায় না গিয়ে বাসিবি কি প্রথমেই ফাইনাল লিস্ট দিতে পারত কিনা। আর ক্রিকেটারদের নাম পড়লেও ফিক্সিং অভিযোগে যেসকল অফিসিয়ালদের নাম এসেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে বাসিবি সে বিষয়েও এখনো ধোঁয়াশা রয়েই গেছে।

একের পর একের সিদ্ধান্তহীনতা কিংবা আকস্মিক সিদ্ধান্তে বিপিএল মাঠের গড়ানোর আগেই নেতিবাচকতার খবরে এগিয়ে বাসিবি। তাই বিসিবির সামনে বিপিএলের বদনাম ঘোচানোর কঠিন চ্যালেঞ্জ। শেষ মুহূর্তে হলেও ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দিয়ে সেই চ্যালেঞ্জের পথে এক পা এগিয়েছে বিসিবি।

ইএ