ওয়াদা অনুযায়ী ইসি সুষ্ঠু নির্বাচন করতে চায়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন | ছবি: এখন টিভি
1

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ওয়াদা অনুযায়ী নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে চায়। আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসির ‘মক ভোটিং’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, ‘সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির অংশ হিসেবে সার্বিক বিষয়ে মাঠ পর্যায়ের অনুশীলন হিসেবে আজকের মক ভোটিং। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ায় ভোটকেন্দ্র ও কক্ষ কতটুকু কি সমন্বয় করতে হবে আমরা মক ভোটিংয়ের মাধ্যমে এটি নিশ্চিত হতে চাই।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে যারা ভোটার হয়েছে তাদের ভোট দেয়ার অভিজ্ঞতা নাই। এটা থেকে শেখার আছে।’

আরও পড়ুন:

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণায় হামলা বিষয়ে সিইসি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে আমরা কাজ করছি। বাংলাদেশে সবসময়ের জন্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়ে আসছে। তবে কীভাবে সেটি উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ চলছে।

গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘গণভোট বিষয়ে সবার মাঝে সচেতনতা বাড়াতে সরকার এবং নির্বাচন কমিশন ব্যাপক কাজ চালাবে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে আশা করি।’

এসএস