জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে: আজহারুল ইসলাম

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) ঢাকা-১৩ আসনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে একথা জানান তিনি।

জামায়াত নির্বাচনে জয়ী হলে দলের কোনো জনপ্রতিনিধি দুর্নীতিতে জড়াবে না বলেও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে, কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে।’

সমাবেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি করা যায় না।

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘জমায়েতের প্রার্থীর ওপরে হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র।’

আর ঢাকা-১৩ আসনের জমায়েতের প্রার্থী মোবারক হোসাইন জানান, এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করা হয়েছে। ক্ষমতায় গেলে মানবিক, দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

ইএ