আজ অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরটি।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

আরও পড়ুন:

এদিকে আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেনিয়ারের প্রভাব তেমন পড়বে না। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। পরবর্তী দুইদিনে আবার তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ থেকে ৪ দিন ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

ইএ