আজ (বুধবার, ২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। নিহত ব্যক্তির পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি।’ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





