রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি পরিকল্পনার অগ্রগতি হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জেলেনস্কি, পুতিন ও ট্রাম্প
জেলেনস্কি, পুতিন ও ট্রাম্প | ছবি: বাসস
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন শান্তি পরিকল্পনা চূড়ান্তের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় হওয়া আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খুব শিগগিরই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশা করছেন তিনি। জেনেভার স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) ইউক্রেনীয় এবং ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তবে চূড়ান্ত চুক্তি পরিকল্পনা রাশিয়ায় পাঠানোর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মত হতে হবে। সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। বৈঠকে পাওয়া মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী শান্তি পরিকল্পনা স্বস্তির হবে বলে মনে করছে ইউক্রেন।

আরও পড়ুন:

ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবিত পরিকল্পনায় ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা উদ্বেগ ও আপত্তি জানানোর পর এই আলোচনা হলো। এদিকে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগের মধ্যেও ইউক্রেনে হামলার মাত্রা বাড়াচ্ছে ইউক্রেন।

ইএ