একইদিনের জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
আরও পড়ুন:
তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী তিনি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। এসময় প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে যেকোনো ধরনের সহযোগিতা করবে বলেও জানানো হয়।





