নির্বাচনি হলফনামায় বিদেশি সম্পদের হিসাবও দিতে হবে: দুদক চেয়ারম্যান

মোহাম্মদ আবদুল মোমেন
মোহাম্মদ আবদুল মোমেন | ছবি: এখন টিভি
0

নির্বাচনি হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও জমা দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এরপর গণশুনানি কার্যক্রমে অংশ নেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সম্পদের বিবরণীতে বিদেশি সম্পদের হিসাব না দিলে, তা অন্যায় হবে। পাশাপাশি অন্য উপার্জিত সম্পদ যাদের থাকবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে দুদক।’

আরও পড়ুন:

পরে সিলেটের রিকাবী বাজার এলাকার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ে গণশুনানিতে অংশ নেন তিনি। শুনানিতে সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানান শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন দুদক চেয়ারম্যান।

এ সময় তিনি দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হলফ নামায় কৃষি সম্পত্তির পরিমাণ ৫ দশমিক ২১ একর দেখালেও দুদকের অনুসন্ধানে উঠে আসে তার সম্পত্তি ছিল ২৯ একর। কিন্তু সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নিতে পারেনি নানা কারণে । তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুন:বৃত্তি না ঘটে সে বিষয়ে তার দপ্তর স্বচ্ছতা রেখে কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।’

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় সিলেট জেলা আয়োজিত এ অনুষ্ঠানে সরকারী ১৮টি দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। যেখানে বিভিন্ন দপ্তরের সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হোন তা তুলে ধরেন শুনানিতে ।

ইএ