লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
টুর্নামেন্টে খান ফারহান আহমেদ সামগ্রিক চ্যাম্পিয়ন, মো. সাকিব রহমান রানার-আপ এবং মিসেস হাইজং উম লেডিস বিভাগে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
রক এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টানজীম চৌধুরী, মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আবু বকর, কুর্মিটোলা গলফ ক্লাব, রক এনার্জি লিমিটেড এবং মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কর্মকর্তাসহ অংশগ্রহণকারীরা তাদের জীবনসঙ্গীদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
টুর্নামেন্টটি শুরু হয় গত ১২ নভেম্বর। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৬৭৫ জন গলফার নিবন্ধন করেন, যেখানে প্রথম দিনে ১৮০ জন, দ্বিতীয় দিনে ২৮৫ জন এবং তৃতীয় দিনে ১৮৯ জন গলফার লেডি ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
কাস্ট্রোল এবং কিয়ার যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্ট বাংলাদেশের গলফ সম্প্রদায়ে গলফারদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য উদযাপন ও তুলে ধরার ঐতিহ্য বজায় রেখেছে।
গলফ হাউসের আয়োজনে, কুর্মিটোলা গলফ ক্লাবের সহযোগিতায় এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও মিডিয়া সহযোগীদের সমর্থনে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল এখন টিভি।





