তিনি বলেন, ‘ভারতের বড় দাদাগিরি আমরা দেখতে চাই না। সমপরিমাণ মর্যাদা দিয়ে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এতে দুই দেশের মধ্যে বিভিন্ন কার্যক্রম হতে পারে ‘
আসন্ন ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। এটি আমরা করতে চাই না। আর দেশের মানুষের সঙ্গে সব সময় বিএনপি ছিল আছে থাকবে।’
আরও পড়ুন:
এ সময় তিনি বলেন, ‘দেশে জামায়াত ইসলামীর ভোট মাত্র ৫ থেকে ৬ শতাংশ। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি। আজকে তারা ক্ষমতা চায়। এসব উল্টাপাল্টা কথা বলে লাভ হবে না।’





