ইতালিতে এক ট্রেনযাত্রা, যা আধুনিক যুগে বিরল

ইতালির ট্রেন
ইতালির ট্রেন | ছবি: সংগৃহীত
0

ঝকঝকে পিতলের বগি, লাউঞ্জে জ্যাজ সঙ্গীত, শরীর ও মনে প্রশান্তি জাগানো খাবার আর ইতালির বিখ্যাত ওয়াইন। সব মিলবে এক ট্রেনযাত্রায়। আরাম-আভিজাত্যের মিশেলে যে ট্রেনযাত্রার অভিজ্ঞতা আধুনিক যুগে বিরল। যুগ থেকে যুগান্তরে ভ্রমণের দুর্দান্ত অনুভূতি মিললেও, খরচের কারণে ভ্রমণ প্রিয় অনেকের নাগালের বাইরে এ যাত্রা।

প্রখ্যাত গোয়েন্দা উপন্যাস রচয়িতা আগাথা ক্রিস্টির গল্প অবলম্বনে নির্মিত নোয়ারধর্মী সিনেমার একটু ছোঁয়া, খানিকটা রাজকীয়তা, আর রেস্তোরাঁর জন্য বরাদ্দ মর্যাদাপূর্ণ রেটিং মিশেলিন স্টারপ্রাপ্ত সুস্বাদু খাবারের আয়োজন. এভাবেই বিলাসবহুল ট্রেনযাত্রার অভিজ্ঞতা ফিরিয়ে আনার চেষ্টা করছে ইতালি।

ট্রেনের নাম- লা ডোলচে ভিতা ওরিয়েন্ত এক্সপ্রেস। ইতালির আর্সেনাল গ্রুপ ও রাষ্ট্রীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান ত্রেনিতালিয়া আর ফ্রান্সের আখোরের সমন্বিত উদ্যোগের ফল এ রেলযাত্রা। বিংশ শতকের মাঝামাঝিতে ট্রেনে আরাম আর আভিজাত্যের মিশেলে স্মৃতিমধুর যাত্রা নতুন প্রজন্মকে চেনানোই মূল লক্ষ্য। প্রত্যাশার চেয়েও ব্যতিক্রমী এ যাত্রার মাধ্যমে যেন এক যুগ থেকে অন্য যুগে ভ্রমণের অনুভূতি মিলছে, বলছেন যাত্রীরা।

যাত্রীদের মধ্যে একজন বলেন, ‘স্ত্রীর জন্য উপহার হিসেবে এই যাত্রা আমাদের। তাই কতো খরচ হয়েছে, সেটা বলছি না। তবে সত্যি এ ভ্রমণ পয়সা উশুল হলে যাত্রা শেষে সব বলবো। এখন পর্যন্ত সত্যি খুব দারুণ লাগছে। ব্যতিক্রমী যাত্রা।’

অন্য একজন বলেন, ‘এখন পর্যন্ত খুব দারুণ যাত্রা। সবকিছু সাজানো-গোছানো। আমার প্রত্যাশার বাইরে এটি।’

আরও পড়ুন:

অন্য এক যাত্রী বলেন, ‘আমি বস্তুবাদী মানুষ নই। দেশে দেশে আমার পাঁচটা করে বাড়ি নেই। আমি এমনকিছু চাইও না, এগুলো স্রেফ ঝামেলা। দু'টো বাড়িও চাই না। আরও অনেকের মতো আমার একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে। সারা বিশ্বের মানুষের সাথে সাক্ষাৎ আর নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা আমার আগ্রহের বিষয়।’

ঝকঝকে পিতলের নকশার বগিতে যাত্রা, লাউঞ্জে জ্যাজ সঙ্গীত, তিনটি মিশেলিন তারকা অর্জন করা রন্ধনশিল্পীর প্রস্তুতকৃত খাবার আর ইতালির বিখ্যাত ওয়াইন প্রতিযোগিতা ও বিশেষ পানীয় পুরো যাত্রার প্রধান আকর্ষণ।

মিশেলিন তারকাখ্যাত জার্মান রন্ধনশিল্পী হেইঞ্জ বেক বলেন, ‘সিসিলির পথে যাত্রায় যেসব খাবার আমরা পরিবেশন করি, দেশের উত্তরের খাদ্যাভ্যাস এর চেয়ে অনেকটাই ভিন্ন দেখবেন আপনি। কিন্তু প্রতিটি খাবার খুব সতর্কতার সাথে, নিখুঁতভাবে, ভীষণ ভালোবাসার সাথে তৈরি।’

লা ডোলচে ভিতা ওরিয়েন্ত এক্সপ্রেসের ট্রেনের ব্যবস্থাপক ডোরা ডোম্বি বলেন, ‘জীবনে একবারের জন্য অভিজ্ঞতা অর্জনে, কিংবা একটু পরিবেশ বদলের জন্য, কেউ কেউ প্রমোদতরী থেকে অথবা ব্যক্তিগত বিমান থেকে নেমে ট্রেনে চড়তে চাইবে। মূলত তারা এখানে উপস্থিত থেকে নতুন এ অভিজ্ঞতার স্বাদ নিতে চাইবেন আর এই চাওয়াই তাদের এখানে এক করবে।’

টুস্ক্যানি, সিসিলি ও ডোলোমাইটস হয়ে বিলাসবহুল এই যাত্রায় এক রাতের জন্য গুণতে হবে মাথাপিছু চার হাজার ১০০ ডলার। যাত্রার দৈর্ঘ্য বাড়লে খরচের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ১৪ হাজার ডলার। ফলে শৌখিন হলেও অনেক ভ্রমণপ্রিয় মানুষেরই সামর্থ্যের বাইরে ব্যয়বহুল এ যাত্রা।

এসএস