নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৮ বছর বয়সি অজ্ঞাতনামা এ যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি খাঁ বাড়ী রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএইচ