পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান; যার বাজারমূল্য ৬শ’ ৩৬ বিলিয়ন ডলার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। এখানে মজুত স্বর্ণের বাজারমূল্য ৬শ' ৩৬ বিলিয়ন ডলার– যা দিয়ে পাকিস্তানের সব বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর।

আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানে এবার বিশাল স্বর্ণ খনির সন্ধান মিলেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় মিলেছে এই খনিটির সন্ধান। আবিষ্কৃত এ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশটির অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন অনেকে।

পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, গেল সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এর সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন:

আন্তর্জাতিক পর্যায়ের অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি খনন কোম্পানি সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে জানান হানিফ গোহর। সরকারের অনুমোদন পেলে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গোহর বলেন, ‘তারবেলা অঞ্চলে মাটির নিচে ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণ মজুত রয়েছে। ওই স্বর্ণ ব্যবহার করে পাকিস্তানের বিশাল অংকের বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব। এ বিষয়টি আমরা আর্মি চিফ এবং সরকারকে জানিয়েছে। সরকার অনুমতি দিলেই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করা হবে।’

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল্যবান এই সোনালী ধাতুর উত্তোলন শুরু হলে তা রেকর্ড বৈদেশিক ঋণ, চরম মুদ্রাস্ফীতি ও ডলার সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। এছাড়াও কর্ম সংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন দিশা পাবে ভবিষ্যৎ প্রজন্ম।

ইএ