পাঁচ ফিলিস্তিনির সঙ্গে ৪৫ বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল

ইসরাইলি হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা
ইসরাইলি হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার পাশাপাশি রেডক্রসের কাছে ৪৫ বন্দির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। গতকাল (সোমবার, ৩ নভেম্বর) রাফাহ ক্রসিং-এর উত্তরে প্রাণ গেছে অন্তত তিনজনের। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মেনেই আগামী দুই বছরের জন্য গাজার নিরাপত্তা ব্যবস্থা ও শাসনভার যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে ছেড়ে দেয়ার খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

একসঙ্গে গলা মেলাচ্ছে শিশুরা। সুযোগ মিলেছে কার্টুন দেখারও। পুরোদমে চলছে ছবি আঁকার ক্লাস। দৃশ্যটি গাজার খান ইউনিসের রেড ক্রিসেন্ট কার্যালয়ের। যা ধারণ করা হয় গেল অক্টোবরের ৩০ তারিখ।

দুই বছরের বেশি সময় ধরে মৃত্যুভয়-ক্ষুধা আর ইসরাইলি সেনাদের বর্বর নির্যাতনের সঙ্গে লড়ে যাচ্ছে গাজাবাসী। এ যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করেছে উপত্যকার শিশুদের মনস্তত্ত্বে। গভীর এক ট্রমা নিয়ে বড় হচ্ছে ওরা। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের উদ্যোগে কিছুটা স্বাভাবিক শৈশব কাটানোর সুযোগ পাচ্ছে এ শিশুরা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা বন্ধ করেনি ইসরাইল। তেল আবিবের অভিযোগ আইডিএফ নয়, যুদ্ধবিরতির শর্ত মানছে না হামাস। আর তারই জবাবে উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।’

সোমবারও হামলা হয়েছে গাজার পশ্চিমতীর, রাফাহ ক্রসিংসহ ভিন্ন ভিন্ন অঞ্চলে। প্রাণ গেছে বেসামরিক নাগরিকদের। তবে বন্দি বিনিময়ের আনুষ্ঠানিকতা বজায় রেখেছে ইসরাইল। সোমবার হস্তান্তর করা হয়েছে ৪৫ ফিলিস্তিনি বন্দির মরদেহ, রেহাই করা হয়েছে পাঁচ বন্দিকে।

আরও পড়ুন:

ভঙ্গুর এ যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে বা আদৌ থাকবে কি না এ নিয়ে সংশয়ে আছে মধ্যস্থতাকারীরা। সোমবার তুরস্কের উদ্যোগে ইস্তাম্বুলে এই ইস্যুতেই বৈঠক করেছেন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা। সেখানে আয়োজক দেশ তুরস্কের দাবি করে, গাজায় স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব পাশে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরেই ট্রাম্পের একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের প্রস্তাব অনুসারে, গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি, আগামী ২ বছর গাজার নিরাপত্তা ব্যবস্থা ও শাসনভার সংক্রান্ত ম্যান্ডেট উপস্থাপন করবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্ততাকারীরা।

সংবাদমাধ্যমে প্রকাশিত খসড়া প্রস্তাবের একটি অনুলিপি অনুসারে, তথাকথিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ইসরাইল ও মিশরের সঙ্গে গাজা উপত্যকার সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে পাশাপাশি বেসামরিক নাগরিক ও মানবিক অঞ্চলের সুরক্ষাও নিশ্চিত করবে। এর মধ্যে আছে হামাসকে নিরস্ত্রীকরণের মতো বিষয়টিও।

এসএস